জাতীয় জীবনে নতুন প্রব্লেম। :/ লিস্টে থাকা অনেকের ID হ্যাক হচ্ছে! :O এর চেয়েও বড় সমস্যা ঐ হ্যাকাররা আমার মতো গরীব লোকজনকে হাজার হাজার টাকা Bkash করতে বলছে! :3

এখন কথা হল হ্যাক হওয়ার পর আমরা Facebook ও জুকারের ১৪ গুষ্ঠি উদ্ধার করি।

 

ধরেন, আপনার বাসায় তালা আছে কিন্তু আপনি তালা লাগান না! এরপর যদি আপনার বাসায় চুরি হয় এটা কি জুকারের দোষ? -_-

একই ভাবে আমাদের IDতে লাগানোর জন্য Mark অনেক ‘Lock’ দিয়েছে, আমরা আলস্যের কারণে এগুলা ব্যবহার করিনা!

এরকম ই একটা তালা হল Login Approval।
‘Login Approval’ enable করা থাকলে যেকোনো অপরিচিত Device থেকে আপনার IDতে Login করতে চাইলেই আপনার mobile number-এ একটা code আসবে। ঐ code না দেয়া পর্যন্ত login করা যাবেনা।

কীভাবে এই অপশন active করবেন:-

  • প্রথমে Settings and Privacy অপশনে যান।
  • এরপর Security অপশনে click করুন।
  •  Login Approval এর পাশে থাকা enable বাটন click করুন।
  • এখন Start Setup অপশনে click করুন।
  • এখানে নিজের mobile number দিয়ে পরবর্তী নির্দেশনা follow করুন।

এরকম আরও তালা আছে ওগুলা সম্পর্কে পরে জানানো হবে। 😀 আর আজে বাজে application, auto-like, free net প্রভৃতি ফাঁদ হতে দূরে থাকবেন। 🙂

Happy Facebooking. 😀

Dip Jyoti Ghosh

Dip Jyoti Ghosh