(এটা লিখেছিলাম ভর্তি পরীক্ষার সময়। তখন লিখেছিলাম মূলত নিজে বুঝার জন্য :v পরের কোনো এক সময় ডিএনএ , আরএনএ, নাইট্রোজেন ইত্যাদি কি এগুলা নিয়ে লিখব দেখি ইন শা আল্লাহ :3  )

নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস(base) ২ ধরনেরঃ (১) পিউরিন (Purine), (২) পিরিমিডিন (Pyrimidine)

(১)পিউরিনঃ ২টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট, ১টি 5-sided, অন্যটা  6-sided। প্রতিটা পিউরিন ক্ষার এ ৫ টা করে N পরমাণু থাকে।

পিউরিন বেস

(২) পিরিমিডিনঃ ১টি বিষমচাক্রিক কাঠামো বিশিষ্ট (6-sided)।

পাইরিমিডিন বেস

কিভাবে আকবেঃ

প্রথমে দেখতে হবে বেস-টা পিউরিন নাকি পিরিমিডিন।

পিউরিন হলেঃ

  • প্রথমে পিউরিন এর বেসিক স্ট্রাকচার আঁকতে হবেঃSnap 2015-07-24 at 22.56.33
  • নিচের মত ৪টি N পরমাণু ও একটা দ্বিবন্ধন (বাম পাশের চক্রে) আঁকতে হবেঃSnap 2015-07-24 at 22.57.01
  • Adenine ও Guanine এর পার্থক্য এদের ফাংশনাল গ্রুপ। Adenine এর ক্ষেত্রে তা হল -NH2 মূলক, আর Guanine এর ক্ষেত্রে তা হল C=O (কার্বনিল মূলক)। নিচের ছবির মত “উপরে” এই ফাংশনাল গ্রুপ যুক্ত থাকেঃ (মনে রাখার উপায়ঃ Adenine এর “A” দিয়ে Amine, Guanine এর “G” দেখতে কিছুটা “O” এর মত।)Snap 2015-07-24 at 22.57.27
  • -NH2 মূলক একযোজী বলে Adenine এর ডান পাশের চক্রটা সম্পূর্ণ Aromatic (৩ টা পাই বন্ধন)। আবার, Guanine এ দ্বিযোজী কার্বনিল মূলক (এবং কার্বনের “হাত” ৪টা বলে) আছে বলে ঐ কার্বনিল কার্বনের সাথে কোনো দ্বিবন্ধন থাকবে নাঃ (মনে রাখার জন্যঃ Adenine এর A দিয়ে Aromatic)। N এর খালি “হাত” গুলো H দিয়ে পূর্ণ হবেঃ (** ২ চক্রের মাঝে একটা দ্বিবন্ধন থাকবে)Snap 2015-07-24 at 22.58.04
  • প্রতিটি পিউরিন এ ৫ টি N থাকে। Adenine এর ৫টা N পাওয়া গেছে। Guanine এর ৫ম N টা -NH2 মূলক হিসাবে নিচের মত যুক্ত থাকেঃSnap 2015-07-24 at 22.58.29

কমপ্লিট। :D

Snap 2015-07-24 at 22.59.07

পিরিমিডিন হলেঃ

  • প্রথমে এর Common structure আঁকতে হবে, যা পিউরিন এর ডান পাশের চক্রের অনুরূপঃSnap 2015-07-24 at 22.59.50
  • প্রতিটি পিরিমিডিন এ ২টি করে ফাংশনাল গ্রুপ থাকে। এর মধে একটি সবার জন্য কমন, সেটা হল কার্বনিল গ্রুপ, যা নিচের চিত্রের মত “নিচের দিকে” দুই N পরমাণুর মাঝে থাকেঃSnap 2015-07-24 at 23.00.20
  • Cytosine এর অপর ফাংশনাল গ্রুপ -NH2 মূলক, Thymine আর Uracil এর ক্ষেত্রে অপর ফাংশনাল গ্রুপটিও কার্বনিল মূলক। এই দুইটি চক্রের “উপরের দিকে” থাকেঃ( আসলে Thymine আর Uracil এর গঠন প্রায় same, একটা পার্থক্য ছাড়া।) আবারো, N এর খালি “হাত” H পরমাণু দ্বারা পূর্ণ হবে আর Cytosine এর উপরে একযোজী -NH2 গ্রুপ থাকায় ঐ গ্রুপ যুক্ত কার্বনের সাথে পাশের N পরমাণুর double bond থাকবেঃSnap 2015-07-24 at 23.00.47
  • Thymine আর Uracil এর পার্থক্য একটা মিথাইল গ্রুপ। থাইমিন এর ৫ নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকেঃ (মনে রাখার জন্যঃ meThyl group)Snap 2015-07-24 at 23.01.14

কমপ্লিট। :D

Snap 2015-07-24 at 23.01.48

বিঃদ্রঃ মনে রাখার জন্যঃ DNA Base এর নামগুলোর প্রথম অক্ষর alphabetically সাজালেঃ [A C] [G T]

এগুলার প্রথম ২টা তে “উপরে” থাকবে -NH2 মূলক, পরের ২টার “উপরে” থাকবে C=O মূলক।