আমি চার বছরের বুয়েটে পড়ার অভিজ্ঞতায় একটা বিষয় খুব ভালোমত লক্ষ্য করেছি, এখানে নিয়মিত পড়াশোনা করলে টার্মে GPA ৩.৮ তোলাটা খুব কঠিন নয় কিন্তু তার উপর তুলতে হলে আসলে ভাগ্য লাগে।
বুয়েটে যারা নতুন আসে, তাদের অনেকেরই আসলে প্রথম দিকে খাপ খাওয়াতে একটু কষ্ট করতে হয়। হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের দেশের স্কুল, কলেজগুলোতে আমরা আসলে Pure Science এর সাথে খানিকটা পরিচিত হতে পারলেও, Applied Science এর সাথে আমাদের পরিচয় তেমন ঘটে না বললেই চলে। আর Engineering বিষয়টাই Applied Science । পদার্থবিজ্ঞানের শেষের ইলেক্ট্রনিক্স অধ্যায় বা রসায়নে বিভিন্ন যৌগের ব্যাবহার বিষয়ক অধ্যায় তো অনেকে বাদই দিয়ে দেয় কারণ পরীক্ষায় তেমন আসে না, আসলেও অন্য প্রশ্ন উত্তরের উপায় থাকে তাই। এর বেশি আসলে আমাদের বইগুলোতে থাকেও না তাই কারো জানার সুযোগ বা আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই অধিকাংশ ছাত্রই আসলে অনেকটা না জেনে হুজুগে বা “চান্স দিয়েছেন যিনি পাস করাবেন তিনি” এই বিশ্বাস নিয়ে সৃষ্টিকর্তার নামে বুয়েটে ভর্তি হয়ে যায়। এরপর থেকেই বিভীষিকাটা শুরু হয়, “কি পাপ করেছিলাম আমি যে এখানে এনে ফেললে? :'( “।
প্রথমে কিছু বিষয় আসলে বলে নেওয়া যাক। বুয়েটে যথাক্রমে 2,3 বা 4 credit hour বিশিষ্ট theory course এবং 0.75 বা 1.5 credit hour বিশিষ্ট lab course থাকে। আপাতত credit hour বলতে আমরা শুধু এইটুকু বুঝবো যে আমাদের কোনো একটা কোর্সের credit hour যদি 3 হয় তাহলে প্রতি সপ্তাহে ঐ কোর্সের ক্লাস তিনটা থাকবে। এর বেশি আর আপাতত না জানলেও চলবে।
প্রতি টার্মে সাধারণত ১৪ সপ্তাহ ক্লাস হয় (মাঝে মাঝে জমায়েত সাপেক্ষে সপ্তাহ কমবেশি হতে পারে 😉 , এটা unofficial কারণ বুয়েটের সব শিক্ষার্থী জানার প্রবল আগ্রহ নিয়ে থাকে তো তাই আসলে কখনো কর্তৃপক্ষ ফাকি দিয়ে কম পড়াতে চাইলে তখন ছাত্ররা তা মেনে নিতে চায়না। তাই ন্যায্য দাবি আদায়ে মাঝে মাঝে ছাত্ররা জমায়েত হয় তাই কিছুদিন ক্লাস বন্ধ থাকতে পারে। 😉 ) এরপর ৩ সপ্তাহের একটা বন্ধ থাকে (পড়াশোনার জন্যে, PL নামের), তারপর ৩ সপ্তাহজুড়ে টার্ম পরীক্ষা হয়।
অধিকাংশ শিক্ষকই টার্ম শুরুর প্রথম দিন কিছু পড়ান না। ওইদিন আসলে কোর্সে তিনি ১৪ সপ্তাহে কিভাবে কোন topic পড়াবেন আর কি কি reference বই দেখলে topic টি বুঝা যাবে তার একটা printed copy দেন (খুবই অল্প কিছু শিক্ষক এই কাজটা করেন না বাকি অধিকাংশই করেন)। তো পুরা ১৪ সপ্তাহ কতটা খারাপ বা ভালো যাবে তার একটা নমুনা প্রথমদিনই হাতে ধরিয়ে দেয়া হয়। উল্লেখ্য যে, এইটা আসলে একটা নমুনা, তাই প্রয়োজন বা কোর্স শিক্ষক বা পড়ানো শেষ হওয়া সাপেক্ষে এই সিলেবাসের কমবেশি হতে পারে। তো সহজভাবেই আমাদের কাছে এইটার গুরুত্ব আসলে ওতটা না শুধুমাত্র reference বই এর অংশটুকু ছাড়া।
অনেক শিক্ষক slide এ পড়ান , অনেকে হাতে লিখে পড়ান (তবে আমার একান্ত ব্যাক্তিগত মত যে, slide এ পড়ালে কম সময়ে বেশি পড়ানো যায় সত্য, কিন্তু গুছিয়ে হাতে লিখে পড়ালে ভালোমত বুঝা যায়) । তাই অনেক শিক্ষক দুইটার একটা combination করেও পড়ান।
এতক্ষণ অনেক ফালতু আলাপ হল এখন আসা যাক কাজের কথায়, কিভাবে টার্মে জিপিএ ভালো করা যায়? (আগেই বলে দিচ্ছি এখানে আমি generalized কিছু বিষয় বলবো, এখন তোমার ক্ষেত্রে কোনটা কাজে লাগে এইটা তোমাকে নিজেকেই খুজে বের করতে হবে কারণ সবাই একই রাস্তায় একইভাবে কাজ করে সাফল্য পাবে এমন কোনো কথা নেই। একেকজনের সাফল্য অর্জনের রাস্তা বা উপায় আলাদা হবে এইটাই স্বাভাবিক। )
একটা কোর্সে মোট ৩০০ নাম্বারের পরীক্ষা হয়। যার মধ্যে 240+ পেলে A+, 225-240 পেলে A, 210-225 পেলে A-, 195-210 পেলে B+, 180-195 পেলে B, 165-180 পেলে B-, 150-165 পেলে C+, 135-150 পেলে C, 120-135 পেলে D, 120 এর কম পেলে F (ফেল)। আমরা দুইটি ধাপে বিষয়টি নিয়ে বলব।
১) CT ও Attendance:
৩০০ এর মধ্যে ৯০ নাম্বার (সিটিতে ৬০ + উপস্থিতিতে ৩০) থাকে এই অংশে। মোট 4 টা সিটি হয় ২০ নাম্বারের (শিক্ষক সাপেক্ষে সিটির সংখ্যা ও নাম্বার কমবেশি হতে পারে) যার মধ্যে থেকে তোমার পাওয়া নাম্বারের ক্রমানুসারে best 3 গণনা করা হবে। যেমনঃ ধরো, তুমি চারটা সিটিতে ২০ নাম্বারের মধ্যে যথাক্রমে ১৬, ১৮, ৫,১০ পেলে। তাহলে তোমার ১৬+১৮+১০ = ৪৪ নাম্বার টার্মে যোগ হবে, যেটাতে সবচেয়ে কম, ৫ পেয়েছ সেটা বাদ যাবে। আর নিয়মিত উপস্থিতির জন্যে পাবে ৩০ নাম্বার। (এখানে উল্লেখ্য যে কোনো ৩ ক্রেডিটের কোর্সে তুমি সর্বোচ্চ ৩ দিন অনুপস্থিত থাকতে পারবে। কিন্তু একান্ত অসুবিধা না হলে অনুপস্থিত না থাকাই ভালো। তবে এটা নিয়ে আমি বেশি কথা বলব না কারণ আমি নিজেই নিয়মিত উপস্থিত থাকতাম না। যা নিজে করিনি তা আসলে পরামর্শ দেয়ার মত বাতুলতা আর হয় না। 🙁 )
তো স্বাভাবিকভাবেই যেহেতু কম পরিমাণ নাম্বার তাই আমরা অনেকেই এই অংশে গুরুত্ব দেই কম। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, এই অংশে নাম্বার তোলা সবচেয়ে সহজ এবং ভালো গুরুত্বপূর্ণ। কারণ এই অংশের নাম্বার তোমাকে টার্মের বড় ইনিংসে ফলোঅন এড়াতে সাহায্য করবে।
তো সিটিতে ভালো করতে হলে কি করতে হবে? প্রথম কথা প্রতিদিনের ক্লাস লেকচার খুব ভালোমত সাজানো গোছানো অবস্থায় রাখতে হবে (হতে পারে তুমি নিজে তুলতে পারো অথবা তোমার কোন বন্ধু তুলতে পারে), এরপর dept. এর ভালো রেসাল্টধারী সিনিয়র কোনো বড় ভাই অথবা dept. এর archive (unofficial website) যদি থাকে ওইখানে থেকে আগের বছরের লেকচার ও অন্যান্য materials নামাতে হবে। এরপর দুটো মিলিয়ে সিটির সিলেবাস অনুসারে প্রথমে লেকচার খাতা তারপর ওই টপিকগুলো আছে এমন একটা রেফারেন্স বই থেকে theory টা পড়তে হবে। এরপর রেফারেন্স বই আর solution manual দেখে বেশ কিছু example আর exercise করতে হবে (এক্ষেত্রে আসলে অধ্যায়ের শেষের দিকের সিলেবাসের অন্তর্ভুক্ত exercise গুলো অবশ্যই দেখে যাওয়া উচিত কারণ ওগুলো তুলনামূলক কঠিন থাকে)। হতেই পারে তুমি কোন একটা exercise এর সমাধান না বুঝতে পারো, সেক্ষেত্রে যদি সময় না থাকে তাহলে মুখস্ত করে ফেলাটা হল সাময়িক সমাধান। এরপর সিটি শেষে এসে ভাবা যে আসলে কি হয়েছিল ওখানে (এতে আসলে নাম্বার বেশি পাবে তা আমি বলব না কিন্তু যদি বুঝতে পারো ঐ exercise টা তাহলে যে পৈশাচিক আনন্দ পাবে তা তোমার সামনের দিনে ভালো করার আগ্রহ দ্বিগুণ করে দিবে, দেখবে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে আসতে শুরু করবে যে “আমিও পারি”)।
এখন এই অংশে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, সিটির তারিখ কমপক্ষে ১ সপ্তাহ আগে দিলেও আমরা আলসেমি করে পড়তে বসি সিটির আগের রাতে, ফলে দেখা যায় তাড়াহুরো করে না বুঝা যায় কিছু না হয় পড়া। কিছুই হয় না। তখন আমরা হতাশ হয়ে যাই, যে ধুর আমাকে দিয়ে হবে না। কিন্তু দোষটা যে আমাদের সেটা আমরা বেমালুম ভুলে যাই। তাই আমাদের উচিত অন্তত যেদিন সিটির তারিখ ক্লাসে ঘোষণা করা হয় ওইদিন থেকেই সিটির পড়াটা পড়তে শুরু করা।
আবার অনেক সময় একই দিনে দুইটা তিনটা সিটি পড়ে যায়। তখন দেখা যায় একটার পড়া ভালো হলেও বাকি দুইটা পড়া ঠিক ভালোমত হয় না। তখন ওই দুইটা সিটি খারাপ যায়। মনে রাখবে এক কোর্সের সিটির নাম্বার দিয়ে আরেক কোর্সের নাম্বার উঠবে না তাই সব কোর্সের সিটিই সমান গুরুত্বপূর্ণ। তো এখানে সমাধান কি? খুবই সাধারণ। তোমার পছন্দ অনুসারে ৫ টা থিওরি কোর্সের যেকোনো দুইটি (departmental course হলে ভালো) একদম টার্ম শুরুর প্রথম দিন থেকেই স্যারের সাথে পড়া শুরু কর। স্যার প্রতিদিন যেটুকু পড়াবে ঐটুকু উপরে যেভাবে বললাম ওভাবে পড়তে থাকো। যদি দেখো যে নিজে পড়েই বুঝতে পারছো তাহলে স্যার থেকেও আগিয়ে যাও, বেশি পড়ে রাখো। (কেন পড়বে তা নিচের অংশে বলবো) এভাবে দুইটি কোর্স তোমার আসলে ভালোই আগানো থাকবে বাকি তিনটা কোর্সের জন্যে সিটির আগের সপ্তাহে পড়া শুরু কর। দেখবে সিটি ভালো হবে।
সিটি ভালো করা কেন জরুরি? কারণ ধর তুমি সিটিতে ৬০ এর মধ্যে ৫০ পেলে, attendance এ ৩০ পেলে তাহলে তোমাকে A+ পেতে হলে অর্থাৎ ২৪০ পেতে হলে টার্মে ২১০ এর মধ্যে মাত্র ১৬০ নাম্বার পেতে হবে। কিন্তু তুমি যদি সিটিতে ৬০ এর মধ্যে ৩০ পাও, attendance এ ৩০ পেলে তাহলে তোমাকে A+ পেতে হলে অর্থাৎ ২৪০ পেতে হলে টার্মে ২১০ এর মধ্যে ১৮০ নাম্বার পেতে হবে যা তুলনামূলক কষ্টকর (কারণ এতে তোমাকে টার্ম অনেক ভালো দিতে হবে এবং প্রায় সব প্রশ্নের উত্তর নির্ভুলভাবে করতে হবে যা টার্মে করা আসলে প্রচুর কষ্টকর)। তাই সিটিতে ভালো নাম্বার পাওয়া অত্যন্ত জরুরি।
২) Term final (আসল খেলা):
৩০০ এর মধ্যে ২১০ নাম্বার থাকে এই অংশে। তো বুঝাই যাচ্ছে , টার্ম ফাইনাল ভালো হওয়ার উপর গ্রেড ভালো পাওয়া প্রায় সম্পূর্ণরূপে নির্ভরশীল। এখানে ভালো করার সবচেয়ে বড় উপায় হল, শিক্ষকের গতিবিধির উপর নজর রাখা। 😀 মানে আসলে উনি যখন আগে অন্য ব্যাচে এই কোর্স নিয়েছেন কিভাবে পড়িয়েছেন, কি প্রশ্ন করেছেন ওইটা ভালোমত খেয়াল করা। এখানে আসলে কথা বলার মত অনেক জায়গা আছে। আমরা একে একে সবগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব।
প্রথম যে ব্যাপারটা আসলে, টার্মের শুরুর প্রথম ৪-৫ সপ্তাহে যা পড়ানো হয় তা থেকে আসলে দেখা যায় টার্ম ফাইনাল পরীক্ষায় ৮ সেট প্রশ্নের মাত্র ১ সেট বা ০.৫ সেট আসে। বাকি পরের ৯-১০ সপ্তাহে যা পড়ানো হয় তা থেকে দেখা যায় প্রায় ৭-৭.৫ সেট প্রশ্ন আসে এবং অনেক ক্ষেত্রেই শেষ তিন সপ্তাহে যে টপিক পড়ানো হয় তা থেকে দেখা যায় ২-২.৫ সেট প্রশ্ন আসে। এর কারণ প্রথম দিকে আসলে কোর্স সম্পর্কে basic ধারণা দিতে শিক্ষকেরা যথেষ্ট সময় নেন। কিন্তু যেহেতু সময়সীমা নির্ধারিত তাই পরের দিকে গিয়ে দ্রুত সিলেবাস শেষ করার একটা তাড়া থেকেই আসলে শেষের দিকে আসলে বেশি অধ্যায় পড়ানো হয় এবং ওই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এখন কিভাবে আসলে প্রস্তুতিটা নেয়া উচিত?
এক্ষেত্রে অধিকাংশ কোর্সেই (বিশেষ করে লেভেল-২,৩,৪ এর) সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, বিগত ৪-৫ বছরের টার্ম প্রশ্নের analysis. কোন কোন অধ্যায় বা টপিক থেকে কয় সেট প্রশ্ন আসবে তার একটা সম্যক ধারণা পাওয়া যায় বিগত বছরের প্রশ্ন থেকে। তাই বিগত বছরের প্রশ্নের সমাধান করা এবং প্রশ্ন দেখে টপিক দাগিয়ে রাখা একটা বড় ভূমিকা রাখে পরীক্ষা ভালো দেয়ার জন্যে। আর স্যারের লেকচার দেখে রেফারেন্স বই পড়া তো আছেই।
কিন্তু এক্ষেত্রে একটা বড় সমস্যা হয়, যে অনেকে শুধু সিটির সিলেবাসটুকুই ক্লাস চলাকালীন ১৪ সপ্তাহে শেষ করে রাখে এবং অনেকক্ষেত্রেই দেখা যায় তা মোট সিলেবাসে মাত্র ১০-১২% বাকি দেখা যায় অনেক কিছু আসলে বাদ রয়ে যায় যা সিটিতে পড়ে শেষ করার সুযোগ হয় না। এইজন্যেই আসলে ৩ সপ্তাহের একটা পিএল থাকে পরীক্ষার আগে। এখন কথা হল ধরি প্রতি কোর্সে যদি ৭ টা করে অধ্যায় পড়ানো হয় এবং প্রতিটা অধ্যায় যদি পড়ে শেষ করতে ১ দিন করে লাগে তাও ৭ দিন এবং সম্পূর্ণ পিএলে মাত্র তিনটি কোর্স শেষ করা সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই টার্মে কোর্স থাকে ৫টি করে। বাকি দুইটি কোর্সের অবস্থা খারাপই থেকে যায়। এখন মনে রাখা দরকার একটিমাত্র কোর্সে B গ্রেডই তোমার জিপিএ অনেকখানি নামিয়ে দেয়ার জন্যে যথেষ্ট। তাহলে করণীয় কি?
সবচেয়ে ভালো হয় প্রতিটা কোর্সের ৫০% করে সিলেবাস আসলে ক্লাস চলাকালীন ১৪ সপ্তাহ সময়ে শেষ করে রাখা। বাকি ৫০% এর যতটুকু পারা যায় তা পিএলে শেষ করে আগের পড়া আবার রিভিশন দেয়া। মানে মোট কথা ৮ সেট প্রশ্নের মধ্যে ৬.৫-৭ সেট প্রশ্নের খুব ভালো preparation নিয়ে পরীক্ষা দিতে যাওয়া (কারণ তোমাকে ৮ সেট উত্তর করতে হবে না উত্তর করতে হবে ৬ সেট যার মধ্যে যদি তোমার সিটিতে ভালো নাম্বার থাকে তাহলে তোমাকে ৫ সেট নির্ভুলভাবে দিতে হবে বাকি ১ সেট common পড়া সাপেক্ষে উত্তর দিতে হবে, এইটাই আসলে সিটিতে ভালো নাম্বার পাওয়ার সুবিধা। তোমার নিজের উপর চাপ কম থাকবে।)। আমরা এখানে যে ভুলটা করি আমরা পুরো সিলেবাসটাই পড়তে চাই এবং তাও যদি সময় দিইয়ে পড়তাম তাহলেও কথা ছিল। আমরা চাই সুপারম্যান হয়ে পিএলে সব পড়ে শেষ করে ফেলব যা আসলে কখনোই সম্ভব নয়। যদি কোনো সিনিয়র ভাই কখনো বলে যে সে শুধু পিএলে পড়েই সব বিষয়ে ভালো গ্রেড পায় তাহলে বুঝবে তার উপর সৃষ্টিকর্তার বিশেষ রহমত আছে। যা তোমার উপর নাও থাকতে পারে, তাই তার পরামর্শ অনুসরণ না করাই শ্রেয়।
এখন আসা যাক ৫০% সিলেবাস বলতে আসলে আমি কি বুঝিয়েছি? মানে ধর মোট তোমার কোর্সে সর্বসাকুল্যে ৮ টি অধ্যায় আছে। তাহলে ৪টি অধ্যায় নয়, বিগত বছরগুলোর প্রশ্ন দেখে দুই সেকশনে ৪ সেট করে ৮টি প্রশ্নের টপিকের মধ্যে , এক সেকশনের ২টি এবং অপর সেকশনের ২টি টপিক শেষ করা বুঝিয়েছি। এই ৪টি টপিকের মধ্যে তুমি লেকচার দেখে প্রথমে লেকচারে স্যার কি কি পড়িয়েছে তা তোমার রেফারেন্স বইয়ে দাগিয়ে ফেল, ভালো হয় যদি তুমি লেকচারটা অল্প কিছু টাকা খরচ করে প্রিন্ট করিয়ে নিয়ে নিজের কাছে রাখো এবং পড়ার সময় লেকচার এর কপি আর বই এর কপি একইসাথে পাশাপাশি রেখে পড়। এবার এসো তোমার ঐ টপিকটি নিজের লেকচার ও বই দেখে পড়া শেষ হলে example গুলো এবার নিজে করার চেষ্টা কর, না পারলে বই দেখে বুঝার চেষ্টা কর যে কি করল এরপর নিজে আবার করার চেষ্টা কর। এবার solution manual টা খুলে টপিক অনুসারে বই এর কিছু exercise কর, প্রথম দিন সহজ গুলো করাটা উচিত যাতে আত্মবিশাস বাড়ে। এরপর exercise এর প্রশ্ন এবং solution manual এর উত্তর মিলিয়ে দেখো এবং কিছু কঠিন বেখাপ্পা exercise এর নাম্বার বইয়ে দাগিয়ে রাখো (হতে পারে ওইগুলো তোমার মুখস্ত করতে হবে)। এবার এসো প্রস্তুটির শেষ অংশে, টার্ম এর বিগত বছরের প্রশ্ন নেও hardcopy (পলাশীর বাজারে পাওয়া যায়) বা softcopy(বুয়েটের লাইব্রেরির ওয়েবসাইটে পাওয়া যায়)। নিয়ে থিওরি টপিকগুলো বইয়ের কোথায় আছে তা দাগাও এবং দেখো তা তোমার পড়া হয়েছে কিনা যদি না হয় তাহলে পড়ে ফেলো সাথে সাথে। এবার ম্যাথগুলো খুজে দেখো রেফারেন্স বইয়ে পাও কি না (অধিকাংশ ক্ষেত্রেই পাবে না)। যদি পাও দাগিয়ে রাখো এবং solution manual দেখে সাথে সাথে করে ফেলো। যদি না পাও হতাশার কিছু নেই, সিনিয়র ব্যাচের ভালো রেসাল্টধারী (যাকে তার ব্যাচমেটরা আতেল ডাকে) ভাইটিকে খুজে বের কর। তার কাছে যাও। আগের বছরের প্রশ্নের সমাধানের কপি থাকলে চেয়ে নিয়ে আসো। যদি না পাও তাহলে সবগুলো সমস্যা জড়ো করে এবার ফোন দিয়ে appointment নিয়ে লেকচারার পদভুক্ত শিক্ষকের কাছে যাও (সমাধান পাবে আশা রাখি)। যদি তাও না পাও সমস্যা নেই নিজে সমাধান করার চেষ্টা করো এবং ক্লাসের আতেল বন্ধুদের জড়ো করে মিলিয়ে নাও। এভাবে করে তোমার প্রতি সেকশনে অন্তত ২ সেট করে ৪ সেট প্রশ্নের উত্তর পড়া হয়ে যাবে ১৪ সপ্তাহের মধ্যে। এবার বাকি রইল প্রতি কোর্সে ২.৫-৩ সেট প্রশ্নের প্রস্তুতি। এই বাকি অংশের প্রস্তুতি একইভাবে পিএলে নাও। এবার প্রতি পরীক্ষার আগে ৩-৪ দিন করে বন্ধ থাকে ওই বন্ধে যা আগে পড়েছো তা রিভিশন দেয়া শুরু কর। নতুন কিছু না পড়ে যা বাদ রয়ে গেছে ১ সেট প্রশ্নের টপিক তা বাদ থেকে যাক যদি সময় না থাকে। দেখবে টার্ম ফাইনাল অনেক relax অবস্থায় দিতে পারবে আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারলে যেকোনো পরীক্ষাই ভালো হয়।
এবার এত কথার সারকথা একটাই, বুয়েটে ঢুকে আমরা আসলে অনেকটা বেপরোয়া হয়ে যাই অনেকে নিজের লাগাম ধরা রাখতে পারি না। তাই দেখা যায় পড়াশোনা ছেড়ে দেই। টিউশন বা আরও অন্যান্য কাজে এতটাই সময় দেয়া শুরু করি যা আসলে নিজের জন্যেই ক্ষতিকর হয়। একটা নির্দিষ্ট সীমায় থেকে যদি টিউশন বা অন্যান্য কাজ করা যায় এবং নিয়মিত একটু পড়াশোনা করা যায় তাহলে মোটামুটি ভালো ফলাফল করা বুয়েটে মোটেও কষ্ট না। বরং আমার মতে টিউশনের পরিবর্তে যদি কেউ Freelancing কর (graphics design, web developing, robotics, app developing ইত্যাদি আরো অনেক কিছু শিখো এবং সামান্য টিউশনের পুজি দিয়ে যদি নিজের একটি ছোট খাট startup দাড় করাতে পারো ওইটা তোমার দক্ষতা বাড়াবে, সেখানে প্রচুর টিউশন করিয়ে তুমি হয়ত অনেক টাকা কামাতে পারবে যা আগের কাজগুলোয় পারবে না কিন্তু নিজের অজান্তেই তুমি নিজের সবচেয়ে সুন্দর সময় বিশ্ববিদ্যালয় জীবনটাকে নষ্ট করে ফেলবে। 🙁 )
পরামর্শ একটাই, যাই কর না কেন, নিজেকে জানো, তুমি কতটুকু নিতে পারো তা জানো, জেনে ততটুকুই বাহ্যিক বোঝা নেও, অন্যকে দেখে তার মত হতে চেয়ে নিজের সত্তাকে প্রশ্নবিদ্ধ করো না। আর নিয়মিত পড়াশোনা কর ভালো ফলাফল ধরা দিবেই। 😀
সম্পূর্ণ লেখাটি আমার লেভেল-২ এর অভিজ্ঞতা থেকে লিখা।
হয়তোবা অনেকেই বলবে তোমার সিজিপিএ তোমার আসলে ভবিষ্যতে তেমন কাজে আসবে না। আমি এ নিয়ে পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করবো না।
আমি শুধু বলব, যখন পাস করার পর নিজের সার্টিফিকেটটা হাতে পাবে তখন তাতে সিজিপিএ ৩.৪৮ না দেখে যদি ৩.৭৫+ দেখো তোমার মনের মধ্যে যে সামান্য আনন্দ আসবে আর এতে তোমার মুখের কোণায় যে এক চিলতে হাসি ফুটে উঠবে তা হাজার টাকার বিনিময়ে তুমি পাবে না। তাই সময় থাকতে সাধন করো। বেলা ফুরোলে শত কাদলেও লাভ হবেনা, সোনার তরী আর ফিরে আসবে না। 🙂
সহমত ভাই।
অসাধারণ পোস্ট! বুয়েটের পড়াশোনা ও ক্যাম্পাস লাইফ নিয়ে এরকম পোস্ট আরও চাই যেগুলা দেখে জুনিয়ররা উপকৃত হবে।
Like!! Thank you for publishing this awesome article.
I really like and appreciate your blog post.
These are actually great ideas in concerning blogging.
I always spent my half an hour to read this web site’s articles or reviews daily along with a mug of coffee.
bookmarked!!, I like your blog!
My spouse and I stumbled over here by a different web
address and thought I should check things out.
I like what I see so i am just following you. Look forward to exploring your web
page yet again.
acyclovir side effects https://www.herpessymptomsinmen.org/productacyclovir/
buy generic cialis online no prescription https://buszcentrum.com/
That is a great tip especially to those
fresh to the blogosphere. Brief but very precise information… Thanks for sharing this one.
A must read post!
ivermectin for humans pills https://ivermectin.webbfenix.com/
purchasing vidalista on the internet https://vidalista.mlsmalta.com/
generic silagra for pulmonary hypertension https://silagra.buszcentrum.com/
taking sildenafil daily http://droga5.net/
what suhagra citrate tablets used for https://suhagra.buszcentrum.com/
ask a doctor free chat https://buymeds.mlsmalta.com/
buy priligy no prescription https://ddapoxetine.com/
hydroxychloroquine availability in canada https://sale.azhydroxychloroquine.com/
Fantastic beat ! I would like to apprentice whilst you amend your website, how can i subscribe for a
blog website? The account aided me a appropriate deal. I have been tiny bit acquainted of this
your broadcast provided vibrant transparent idea
You need to take part in a contest for one of the best
websites online. I will recommend this web site!
Outstanding story there. What occurred after? Take care!
It’s really very difficult in this full of activity life to
listen news on TV, thus I only use the web for that reason, and obtain the latest information.
Paragraph writing is also a fun, if you be acquainted with then you can write
if not it is complex to write.
Hello there! This is kind of off topic but I need some guidance from an established blog.
Is it difficult to set up your own blog? I’m not very
techincal but I can figure things out pretty fast. I’m thinking about
setting up my own but I’m not sure where to start.
Do you have any points or suggestions? Many thanks
Hi! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new project in a community in the same
niche. Your blog provided us beneficial information to work on. You have done a wonderful job!
At this time it appears like Movable Type is the preferred blogging platform out
there right now. (from what I’ve read) Is that what
you are using on your blog?
Quality articles is the main to attract the viewers to pay a visit
the site, that’s what this web page is providing.
all the time i used to read smaller articles or reviews
which also clear their motive, and that is also happening with this post which I am reading at this place.
If some one wants expert view regarding running a blog then i recommend
him/her to visit this website, Keep up the fastidious work.
Wow! After all I got a webpage from where I be able
to really obtain useful facts regarding my study and knowledge.
Hello there, just became alert to your blog through Google, and found that it’s really
informative. I am gonna watch out for brussels.
I’ll appreciate if you continue this in future. Lots of people will be benefited from your writing.
Cheers!
Admiring the hard work you put into your site and in depth information you provide.
It’s nice to come across a blog every once in a while
that isn’t the same unwanted rehashed information. Wonderful read!
I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.
I don’t even know how I ended up here, but I thought this post was
good. I don’t know who you are but definitely you are going to
a famous blogger if you aren’t already 😉 Cheers!
My family members every time say that I am killing my time here at web, however I know I
am getting knowledge all the time by reading thes fastidious content.
Howdy! Quick question that’s completely off topic.
Do you know how to make your site mobile friendly? My web
site looks weird when viewing from my iphone 4.
I’m trying to find a template or plugin that might be able to
correct this problem. If you have any recommendations, please share.
Thank you!
I am no longer certain the place you are getting your information, but great topic.
I must spend some time finding out much more or understanding more.
Thank you for fantastic info I used to be on the lookout for this info for my mission. http://antiibioticsland.com/Flagyl_ER.htm
20 mg tadalafil best price https://cialis.mlsmalta.com/
Hi to every , as I am really keen of reading this
webpage’s post to be updated daily. It carries good data. http://herreramedical.org/albuterol
Wonderful article! That is the kind of information that are meant to be shared across the internet. Shame on Google for no longer positioning this post upper! Come on over and visit my site . Thank you =)|
I don’t know whether it’s just me or if everyone else encountering problems with your blog. It appears like some of the written text on your content are running off the screen. Can somebody else please comment and let me know if this is happening to them as well? This may be a problem with my web browser because I’ve had this happen before. Cheers|
Hello, I think your site might be having browser compatibility
issues. When I look at your blog site in Ie, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping.
I just wanted to give you a quick heads up! Other then that,
superb blog!
My spouse and I stumbled over here from a different website and thought I may as well check things out.
I like what I see so now i am following you. Look
forward to looking at your web page again.
Wow! This blog looks exactly like my old one! It’s on a totally different topic but it has pretty much the same
layout and design. Wonderful choice of colors!
scoliosis
Hello to all, the contents present at this website are really
amazing for people experience, well, keep up the nice work fellows.
scoliosis
scoliosis
Hiya! Quick question that’s entirely off topic.
Do you know how to make your site mobile friendly?
My blog looks weird when viewing from my iphone 4. I’m trying to find a template or plugin that might be able to fix this issue.
If you have any recommendations, please share. With thanks!
scoliosis
I every time spent my half an hour to read this webpage’s articles
or reviews everyday along with a mug of coffee.
cialis no prescription canada https://cialis360.jueriy.com/
Thanks for another great post. The place else may anybody get that type of info in such a
perfect approach of writing? I’ve a presentation subsequent week, and I am at the search for such information.
If you would like to take a good deal from this article then you have to apply such strategies to your won weblog.
Hello! I could have sworn I’ve been to this blog before
but after looking at a few of the posts I realized it’s new
to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be bookmarking
it and checking back frequently!
I’ll immediately snatch your rss feed as I can’t to find your e-mail
subscription link or newsletter service. Do you have any?
Please let me recognise in order that I may subscribe. Thanks.
What’s Taking place i’m new to this, I stumbled upon this I
have discovered It absolutely helpful and it has aided me out
loads. I’m hoping to give a contribution & assist other customers like its aided me.
Great job.
Greetings! I know this is kinda off topic however I’d figured I’d ask.
Would you be interested in trading links or maybe guest writing
a blog article or vice-versa? My site addresses a lot of the same topics as yours and I think we could greatly benefit from each other.
If you’re interested feel free to send me an email.
I look forward to hearing from you! Terrific blog by the way!
Aw, this was a really nice post. Spending some time and actual effort to generate a great article…
but what can I say… I hesitate a lot and never seem to
get nearly anything done.
Nice post. I used to be checking constantly this blog and I am inspired!
Very useful info particularly the last part 🙂 I care for such
information a lot. I used to be seeking this certain info for a very lengthy
time. Thanks and good luck.
I have been browsing on-line more than 3 hours as of late, but I by no means found
any attention-grabbing article like yours.
It is beautiful price sufficient for me. In my opinion, if all site owners
and bloggers made excellent content as you probably did,
the net will be much more useful than ever before.
Hey just wanted to give you a brief heads up and let you know a few of the
pictures aren’t loading correctly. I’m not sure why but I think its a
linking issue. I’ve tried it in two different web browsers and
both show the same outcome.
Hello There. I found your blog using msn. This is a really well written article.
I’ll be sure to bookmark it and return to read more of your useful
information. Thanks for the post. I will certainly return.
I every time used to read piece of writing in news papers
but now as I am a user of net therefore from now I am
using net for articles, thanks to web.
It’s a shame you don’t have a donate button! I’d
most certainly donate to this fantastic blog!
I guess for now i’ll settle for bookmarking and adding your RSS feed to my Google account.
I look forward to brand new updates and will talk about this blog with my Facebook group.
Chat soon!
Good day I am so glad I found your weblog, I really found you by error, while I was researching on Digg for something else, Nonetheless I am here now
and would just like to say thanks a lot for a tremendous post and a all
round interesting blog (I also love the theme/design), I don’t have time
to browse it all at the minute but I have
saved it and also added in your RSS feeds, so when I have time I will be back to
read a lot more, Please do keep up the great b.
Hello, i think that i saw you visited my web site
so i got here to return the want?.I’m attempting to in finding issues to enhance my site!I assume its ok to make use of a few of your ideas!!
For the reason that the admin of this site is working, no doubt very shortly it will be well-known, due to its feature contents.
Hey! Would you mind if I share your blog with my myspace group?
There’s a lot of folks that I think would really appreciate your content.
Please let me know. Thanks
Heya i’m for the first time here. I found
this board and I to find It really helpful & it helped me out a lot.
I am hoping to provide one thing back and aid others
like you aided me.
If some one needs to be updated with latest technologies afterward he must be pay a visit this web page and
be up to date every day.
Hello very nice website!! Man .. Beautiful .. Wonderful ..
I will bookmark your blog and take the feeds also? I am glad to find a
lot of helpful information here within the post, we want work out extra strategies on this regard,
thank you for sharing. . . . . .
Right here is the right site for anyone who really wants
to find out about this topic. You understand so much its almost tough to argue with
you (not that I actually will need to…HaHa).
You certainly put a new spin on a subject that has been discussed for ages.
Great stuff, just great!
Way cool! Some extremely valid points! I appreciate you penning this write-up and the rest of the
website is extremely good.
Awesome! Its actually remarkable article, I have got much clear idea regarding from this paragraph.
Hi there to all, how is all, I think every one is getting more from this website, and your views are
nice in support of new people.
Howdy, i read your blog occasionally and i own a similar one and i
was just wondering if you get a lot of spam remarks? If so how
do you stop it, any plugin or anything you can advise? I get so much
lately it’s driving me mad so any assistance is very
much appreciated.
great points altogether, you simply won a new
reader. What might you recommend about your post that you just made a few days in the past?
Any sure?
Pretty great post. I simply stumbled upon your blog and wished to
say that I’ve really enjoyed surfing around your blog posts.
In any case I’ll be subscribing in your rss feed and I am hoping you write again very soon!
A motivating discussion is worth comment. I believe that
you need to write more on this subject, it may not be a taboo matter but usually people don’t
talk about these topics. To the next! All the best!!
It’s awesome in support of me to have a web site, which is good in favor of my
knowledge. thanks admin
Hi there Dear, are you actually visiting this web site on a regular basis, if so afterward you will absolutely get nice
knowledge.
Thanks for sharing your thoughts about betway online betting.
Regards
Please let me know if you’re looking for a writer for your weblog.
You have some really good posts and I believe I would
be a good asset. If you ever want to take some of the load off,
I’d absolutely love to write some content for your blog in exchange for a link back to
mine. Please send me an email if interested. Thanks!
Hi there, I would like to subscribe for this blog to obtain most
recent updates, therefore where can i do it please assist.
We’re a bunch of volunteers and opening a
new scheme in our community. Your website provided us
with valuable info to work on. You have done a formidable activity and our entire neighborhood will be thankful to you.
Hi, i think that i saw you visited my weblog so i came to “return the favor”.I’m trying to find things to improve my site!I suppose its ok to use some of your ideas!!