গণিত নিয়ে অনেকের ই ভীতি আছে,আগেও ছিল।কিন্তু ভবিষ্যতে যেন কেউ গণিতকে ভয় না পায় তাই আমাদের এই প্রচেষ্টা।

 

সংখ্যাতত্ত্ব যে কতটা মজার হতে পারে তার সামান্য ক্ষুদ্র অংশ আজকে আমি দেখাব। সংখ্যা গণিতের সবচেয়ে সুন্দর বিষয়।প্রতিটা সংখ্যার রয়েছে নানা মজাদার দিক।

তেমনই একটি সংখ্যা হল ৬৬৬ ৬৬৬ কে আমি নাম দিয়েছি শয়তানের সংখ্যা।(Devil’s Number) অথচ গণিতে ৬৬৬ এর রয়েছে চমৎকার সব বৈশিষ্ট্য।(হয়ত এজন্যই একে শয়তানের সংখ্যা বলি।) চলুন দেখে নেওয়া যাক বৈশিষ্টগুলো।

 

১.৬৬৬=৬*১+৬*১০+৬*১০০=৬(১+১০+১০০)

 

২.৬৬৬=১^৩+২^৩+৩^৩+৪^৩+৫^৩+৬^৩+৫^৩+৪^৩+৩^৩+২^৩+১^৩

 

৩.৬৬৬=২^২+৩^২+৫^২+৭^২+১১^২+১৩^২+১৭^২

 

৪.(৬৬৬)^২=(৬৬৬-৬*৬)^২+(৬*৬*৬)^২

 

৫.৬৬৬=(১!*৫!*৩!)-৩!(১!+২!+৩!) বা,৬৬৬=(১!*৫!*৩!)-৬(১!+২!+৩!) বা,৬৬৬=৬!-৬(১!+২!+৩!)

 

৬. ৩৯*৩৯=৩৯^২=১৫২১ আবার, ১৫^২+২১^২=৬৬৬ এবং,১৫+২১=৩৬, ৩৬(৩৬+১)/২=৬৬৬

 

৭. ১/২১=০.০ ৪৭৬ ১৯০ ৪৭৬ ১৯০…, ৪৭৬+১৯০=৬৬৬

 

৮. ১/১৫=০.০ ৬৬৬ ৬৬৬ ৬৬৬……

 

৯.৬৬৬=(০১২+০২১+১০২+১২০+২০১+২১০)ߤ

 

১০. ৬৬৬=(১২৩+১৩২+২১ ৩+২৩১+৩২১+৩১২)/২=১৩৩২/২

 

১১. ৬৬৬=(১৩৫+১৫৩+৩১ ৫+৩৫১+৫১৩+৫৩১)/৩=১৯৯৮/৩

 

১২. ৬৬৬=(১২৬+১৬২+২১ ৬+২৬১+৬১২+৬২১)/৩=১৯৯৮/৩

 

১৩.৬৬৬=(২*২*২*২*৩*৩*৩*৩*১১১)/(৬*৬*৬)

 

১৪. ৬৬৬=(২*৯৯৯)/৩

 

১৫. ৬৬৬=(১৪৪০০০-১৪৪)/(৬*৬*৬)

 

১৬.৬+[৬*৬*৬]+৬+[৬*৬*৬]+৬+[৬*৬*৬]=৬৬৬

 

১৭. ৬^৩+৬^৩+৬^৩+৬*৩=৬৬৬

 

১৮. ৬৬৬=৬+(৬*৬*৬)+৬ +(৬*৬*৬)+৬+(৬*৬*৬)

 

১৯. ৮০/০.১২০১২০১২০১২০=৬ ৬৬.০০০০০০০০০৬৬৬০০০০০০০০০৬৬৬

 

২০. ৬৬৬^২=৪৪৩৫৫৬, ৬৬৬^৩=২৯৫৪০৮২৯৬, ৬৬৬= (৪^৩+৪^৩+৩^৩+৫^৩+৫^৩+৬^৩)+(২+৯+৫ +৪+০+৮+২+৯+৬)

 

২১. π=৩.১৪১৫৯২৬৫৩৬…, ৩(১৪+১৫+৯২+৬৫+৩৬)=৩*২২২=৬৬৬

 

২২. ৬৬৬=(৩*৩৭*৩)+(৩ *৩৭*৩)=২*৩^২*৩৭=(৬+৬+৬)৩৭

 

২৩. ২^৩+৩^৩+৯^৩+১^৩+৯^৩+ ৫^৩+১^৩+২^৩+৭^৩+৩^৩=৬৬৬+৬৬৬+৬৬৬

 

২৪. ৬৬৬=১১১+৫৫৫, ৬৬৬=২২২+৪৪৪, ৬৬৬=৩৩৩+৩৩৩, ৬৬৬=৭৭৭-১১১, ৬৬৬=৮৮৮-২২২, ৬৬৬=৯৯৯-৩৩৩

 

২৫. ৬৬৬=১১১*৬, ৬৬৬=২২২*৩, ৬৬৬=৩৩৩*২, ৬৬৬=৪৪৪+(৬*৬*৬)+৬, ৬৬৬=৫৫৫+(৬*৩*৬)+৩, ৬৬৬=৭৭৭- (৬*৩*৬)-৩,৬৬৬=৮৮৮-(৬*৬*৬)-৬, ৬৬৬=৯৯৯*২/৩

 

সামান্য একটা সংখ্যা কত সুন্দর দেখুন। জীবন হোক ৬৬৬ এর মত বৈচিত্রময় আর সুন্দর।

Sakib Abrar

Sakib Abrar

একটু অন্ধকার একটু আলো একটু জীবন একটু মৃত্যু