সাধারণ কিছু তথ্যাবলী

সাংবিধানিক নাম Bundesrepublik Deutschland (short: BRD) or Federal Republic Germany
আয়তন  ৩৫৬৯৭০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা  (জুলাই ২০১৪) ৮২.৪ মিলিয়ন, যার মধ্যে ৭ মিলিয়ন হল বিদেশী
জনসংখ্যার ঘনত্ব  প্রতি বর্গ কিলোমিটারে ২৩১ জন
রাজধানী  বার্লিন
মুদ্রা ২০০২ সাল থেকে ইউরো (1 € = $ 1.24; 1 Dollar = € 0.7; Rate in Jan. 2009)
জাতীয় সংগীত  Deutschlandlied (Song of Germany)
ভাষা  জার্মান
টেলিফোন কান্ট্রি প্রিফিক্স 49
ইন্টারনেট কান্ট্রি কোড  .de
টাইম ডিফারেন্স GMT+1
Road network জার্মানীর স্থলপথের দৈর্ঘ্য প্রায় ৩২১,০০০ কিলোমিটার, যার মধ্যে ১১,৩০৯ কিলোমিটার হল Autoabahn (হাইওয়ে)
জাতীয় পতাকা 125px-Flag_of_Germany.svg
কোট অফ আর্মস Coat_of_arms_of_Germany.svg

সংক্ষিপ্ত ইতিহাস

Formation
 – Holy Roman Empire 2 February 962
 – German Confederation 8 June 1815
 – German Empire 18 January 1871
 – Federal Republic 23 May 1949
 – EECFoundation[c] 1 January 1958
 – Reunification 3 October 1990

ভৌগলিক অবস্থান

১৯৯০ সালে জার্মানির রিইউনিফিকেশনের পর থেকে জার্মানী হল ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ। এর সাথে রয়েছে নয়টি ভিন্ন দেশের সীমানঃ

  • ডেনমার্ক (৬৮ কিলোমিটার) – উত্তরে
  • নেদারল্যান্ড (৫৭৭ কিলোমিটার) – পশ্চিমে
  • বেলজিয়াম (১৬৭ কিলোমিটার) – পশ্চিমে
  • লুক্সেমবার্গ (১৩৫ কিলোমিটার) – পশ্চিমে
  • ফ্রান্স (৪৫১ কিলোমিটার) – পশ্চিমে
  • সুইজারল্যান্ড (৩৩৪ কিলোমিটার) – দক্ষিণে
  • অস্ট্রিয়া (৭৮৪ কিলোমিটার) – দক্ষিণে
  • চেক রিপাবলিক (৬৪৬ কিলোমিটার) – পূর্বে
  • পোল্যান্ড (৪৫৬ কিলোমিটার) – পূর্বে

জনসংখ্যা

ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে জার্মানীর জনসংখ্যা সবচেয়ে বেশি। জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের পরই এর অবস্থান।

ভাষা

জার্মান প্রধানত নিচের দেশগুলোতে বহুল প্রচলিতঃ

  • জার্মানী
  • অস্ট্রিয়া
  • লিচেস্টেইন
  • সুইজারল্যান্ড (উত্তরাংশে)

এছাড়া আরও কয়েকটি দেশে জার্মান ভাষা প্রচলিত রয়েছেঃ

  • দক্ষিন টাইরল
  •  Elzas-Lotharingen
  • বেলজিয়াম
  • চেক রিপাবলিক
  • পোল্যান্ড
  • রোমানিয়া
  • হাঙ্গেরী
  • রাশিয়া (the Volga-Germans)

জার্মান বিশ্বের সপ্তম ভাষা। এটি পৃথিবীর প্রায় ১২০ মিলিয়ন মানুষ কর্তৃক ব্যবহারিত।

জার্মানী সম্পর্কে মজার কিছু তথ্য

  • ইউরোপের মধ্যে জার্মানীর অর্থনীতি বৃহত্তম।
  • জার্মানী সবচেয়ে বহুল প্রাপ্ত খনিজ হল কয়লা।
  • জার্মানীতে রাজ্য আছে ১৬ টি।
  • জার্মানীর বৃহত্তম এয়ারপোর্ট ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট, এটি ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর।
  • জাপানের পর জার্মানী গাড়ি উৎপাদনে বিশ্বে দ্বিতীয়।
  • জার্মানীর সবচেয়ে বহুল প্রচলিত সারনেম(Surname) হল মুলার।
  • জার্মানী বিশ্বের ৬২তম বৃহত্তম দেশ।
  • জার্মানীর বেশিরভাগ ক্যাব এবং পুলিশের গাড়ি মার্সিডিস!
  • জার্মানীর Ulm Cathedral হল বিশ্বের উচ্চতম গীর্জা, এর উচ্চতা ১৬১.৫ মিটার।
  • ২০০৩ সাল থেকে জার্মানী বিশের বৃহত্তম রপ্তানীকারক, এর রপ্তানীর পরিমান গোটা বিশ্বের ১০.১ শতাংশ।
  • জার্মানীর ৯৯ শতাংশ মানুষ শিক্ষিত।
  • জার্মানীর সবচেয়ে বহুল প্রচলিত ধর্ম খ্রিস্টধর্ম। দ্বিতীয় বহুল প্রচলিত ধর্ম ইসলাম।
  • জার্মানীতে ১৩০০ বিয়ার ফ্যাক্টরি আছে, যারা ৫০০ ধরণের বিয়ার উৎপাদন করে।
  • জার্মানী দার্শনিক এবং কবিদের জন্য বিখ্যাত। কয়েকজন বিখ্যাত কবির নামঃ Johann wolfgang von goethe , Grimm brothers
  • জার্মানী একটি ফেডারেল রিপাবলিক

জার্মানী সম্পর্কে আরো জানতে পারবেন নিচের লিংকগুলো থেকে।

Muntasir Wahed

Muntasir Wahed

System Administrator at স্বশিক্ষা.com
Jack of all trades, master of none.
Muntasir Wahed
Muntasir Wahed